ভারতের কাছে ৫০ রানে হেরে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

|

ছবি: সংগৃহীত।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। এ যেন বাংলাদেশের এক অসহায় আত্মসমর্পণ। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের দেয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে জ্বলে উঠতে পারেনি টাইগার শিবিরের তেমন কেউই।

বাংলাদেশের হয়ে ৩২ বলে ৪০ রান করেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এছাড়াও তানজিদ হাসান তামিম করেন ৩১ বলে ২৯ রান। লিটন দাস করেন ১০ বলে ১৩ রান। ৪ রান করে কুলদিপের বলে ওলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন তৌহিদ হৃদয়। ৪ রানে ফিরে যান সাকিব আল হাসানও। রিশাদ হাসান করেন ১০ বলে ২৪ রান করেন। পরে মাহমুদুল্লাহ ১৫ বলে ১৩ রানের ইনিংস খেললেও শেষপর্যন্ত রানের পাহাড় ছুঁতে পারেনি টাইগাররা।

ভরতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট, আরশদীপ সিং এবং জাসপ্রিত বুমরাহ নেন ২টি করে উইকেট এবং হার্দিক পান্ডিয়া নেন একটি উইকেট।

এর আগে, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে বাংলাদেশকে ১৯৭ রানের টার্গেট দেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে এ রানের সংগ্রহ পায় মেন ইন ব্লু’রা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে।

ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ভিরাট কোহলি। ব্লু শিবিরে প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের বলে জাকের আলীর তলুবন্দি হয়ে মাঠ ছাড়েন রোহিত। এই উইকেট সাকিবকে রেকর্ডবুকে জায়গা করে দেয়। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মালিক বনে যান এ টাইগার অলরাউন্ডার। এর আগে কেউই নিজের ঝুলিতে অর্ধশত উইকেট পুরতে পারেননি।

এরপর পন্তকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ভিরাট কোহলি। ইনিংসের নবম ওভারে ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন তানজিম সাকিব। একে একে বিদায় করেন কোহলি ও সুরিয়াকুমারকে। ব্যক্তিগত ৩৬ রানে রিশাদের বলে তানজিম সাকিবের হাতে ক্যাচ তুলে দেন পন্ত। ভেঙে যায় পন্ত-দুবের ৩১ রানের পার্টনারশিপ। দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। রিশাদের দ্বিতীয় শিকারে পরিনত হয়ে ৩৪ রানে সাজঘরে ফেরেন শিভম দুবে।

শেষদিকে হার্দিক পান্ডিয়া খেলেন ২৭ বলে ঝড়ো ৫০ রানের ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ১৯৬ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট তুলে নেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন। ১টি উইকেট পান সাকিব আল হাসান।একাদশে তাসকিন আহমেদের বদলে জায়গা পান জাকের আলী অনিক।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply