এবার রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হলো অজগর

|

গাইবান্ধা করেসপনডেন্ট : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাসেলস ভাইপার মনে করে একটি অজগর সাপের বাচ্চাকে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। শনিবার (২২ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার এলাকায় সাপটিকে পিটিয়ে মারে এলাকার লোকজন।

জানা গেছে, এলাকাবাসীরা সাপটিকে রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পিটিয়ে মেরে ফেলে। মূলত সাপটি একটি অজগর সাপের বাচ্চা ছিল।

এ বিষয়ে গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা ‌এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল জানান, প্রাণী ও পরিবেশ সুরক্ষা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে এ ঘটনা ঘটেছে। সঠিক তথ্য ও প্রশিক্ষণের মাধ্যমে এ ধরনের ভুল এড়ানো সম্ভব বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, এলাকার লোকজন আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অজগর সাপের বাচ্চা থেকে পিটিয়ে মেরেছে। তিনি এ ঘটনার ব্যাপারে এলাকাবাসীকে আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের সাহায্য নেয়ারও আহ্বান জানান তিনি। 

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply