ছাগলকাণ্ড: মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

|

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) সকালে দুদকের আবেদনের ওপর শুনানি শেষে দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এই আদেশ দেন।

কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলে অর্ণব ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসেন। এরপর বেরিয়ে আসে তার কোটি টাকার গাড়ি ও আভিজাত জীবনযাপনের নানা তথ্য। ধীরে ধীরে গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের সম্পদের নানা তথ্য। এরপর থেকে তাকে ওএসডি করা হয়েছে।

এদিকে, নানা অসমর্থিত সূত্রের খবর, মতিউর রহমান আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন। তার স্ত্রী-সন্তানও এরইমধ্যে দেশ ছেড়ে গেছেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply