১০০’র আগেই ‘সাবধানী’ আফগানিস্তানের ৫ উইকেট তুলে নিলো বাংলাদেশ

|

জিতলেই ইতিহাস গড়ে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান। আর্নস ভেলের উইকেট বোলিং সহায়ক। এমন ক্রিজে ঝড়ো রান তোলার চেয়ে টিকে থাকাই চ্যালেঞ্জ। এমন পিচে সাবধানী ব্যাটিং করেছেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তাদের সর্তক ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়েই দলীয় অর্ধশতক ছাড়ায় তারা।

প্রথম ১০ ওভারে ‍কোনো উইকেট না হারিয়ে ৫৮ রান তোলা আফগানদের ৯৩ রানেই পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে বাংলাদেশ। টাইগার স্পিনার রিশাদ তিনটি, মোস্তাফিজ ও তাসকিন নিয়েছেন একটি করে উইকেট।

এই ম্যাচে শুরু থেকেই আটোসাঁটো বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। তাসকিন-মোস্তাফিজ-রিশাদ-সাকিবরা। তাদের এমন বোলিংয়ে আফগানিস্তানকে ১০০ রান তুলতে মোকাবিলা করতে হয়েছে ১৮ ওভার ২ বল।

দলের পক্ষে সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন। ৪ ওভার হাত ঘুরিয়ে তিনি ২৬ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। তাসকিন ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। সাকিবের ৪ ওভারে ১৯ এবং মোস্তাফিজের ৪ ওভারে ১৭ রান তুলতে পেরেছে আফগান ব্যাটাররা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply