বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল: প্রধান বিচারপতি

|

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান- ফাইল ছবি

নওগাঁ করেসপনডেন্ট:

ন্যায় বিচার প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল — এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বললেন, আদালতের বিচারিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নওগাঁ জেলা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য একটি বিশ্রামাগার উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা বিপদে পড়েই আদালতে আসেন। তাদেরকে সাময়িক বিশ্রামের জন্য এই বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। এখানে বিচারপ্রার্থী, সাক্ষী ও জামিনে থাকা ব্যক্তিরাও বিশ্রাম নিতে পারবেন। এ সময় কোর্ট চত্বরে সেবা প্রত্যাশীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই অনুষ্ঠানে হাইকোর্টের বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর, নওগাঁ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক গোলাম মওলা, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply