লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েল। শনিবার (২৯ জুন) রাতভর হামলা চালানো হয়েছে তায়বেহ ও রাব থালাতিন এলাকায়। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
সামাজিকমাধ্যম এক্স-এ দেয়া পোস্টে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ’র সামরিক স্থাপনা ছিল হামলার লক্ষ্য। আর হিজবুল্লাহ বলছে, লেবাননের দক্ষিণ সীমান্তের এ ঘটনায় তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধেও হামলা চালানোর দাবি তাদের।
এদিকে, লেবাননে আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। দেশটির দক্ষিণাঞ্চল সফরে গিয়ে তিনি বলেন, তার অবস্থান সবসময়ই শান্তির পক্ষে। মিকাতি বলেন, আন্তর্জাতিক আইন মেনে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা উচিত।
/এএম
Leave a reply