সৌদি থেকে তেল আমদানিতে বিশেষ সুবিধা চায় ঢাকা

|

আরও সৌদি বিনিয়োগ চায় বাংলাদেশ। দেশ‌টি থেকে তেল আমদানিতেও বিশেষ সুবিধা চেয়েছে ঢাকা। সোমবার (১ জুলাই) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে এসব সু‌বিধা চাওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং দেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। এতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করেন। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নিজেদের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে জোর দেয়া হয়।

সৌদি আরবে ৩০ লাখ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ দেয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান ড. হাছান মাহমুদ। সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রফতানিতে আরও স্বচ্ছতা আনা ও স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply