যুক্তরাজ্যের নির্বাচন: জরিপে লেবার পার্টির জয়ের পূর্বাভাস

|

যুক্তরাজ্যের নির্বাচনের আর মাত্র বাকি একদিন! আগামীকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বৃটেনের ভোট গণনাকারী সংস্থা সার্ভেশনের একটি জরিপে লেবার পার্টির বিশাল জয়ের সম্ভাবনার পূর্বাভাস দেয়া হয়েছে। বৃটেনের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৬৫০। এরমধ্যে ৪৮৪টি আসনে কেইর স্টারমারের লেবার পার্টি জয়ী হবে বলে পূর্বাভাস দিয়েছে ভোটের ফলাফল জরিপকারী ওই সংস্থাটি।

এর আগে, দলটির সাবেক নেতা টনি ব্লেয়ার ১৯৯৭ সালে ৪১৮টি আসনে জয়লাভ করেছিলেন। এই জরিপে সেবারের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে।

যদিও গত ১৪ বছর ধরে যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় টিকে রয়েছে বৃটেনের বৃহৎ রাজনৈতিক দল কনজার্ভেটিভ পার্টি। তবে এবার তাদের বিশাল পরাজয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জরিপে তাদের পক্ষে মাত্র ৬৪টি আসনের কথা জানানো হয়েছে। ১৮৩৪ সালের পর থেকে সম্ভবত এবারই পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে কনজার্ভেটিভরা।

উল্লেখ্য, যুক্তরাজ্যে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছরের। ২০১৯ সালের নির্বাচনে জয়ী হয়েছিল কনজার্ভেটিভ পার্টি। দলটির নেতৃত্বে রয়েছেন ঋষি সুনাক।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply