গাজায় হামলার প্রতিবাদে আরও এক মার্কিন কর্মকর্তার পদত্যাগ

|

ছবি- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতি।

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের ভূমিকায় ক্ষোভ জানিয়ে পদত্যাগ করেছেন আরও এক মার্কিন কর্মকর্তা। মারিয়াম হাসানিন নামের ওই ব্যক্তি দেশটির স্বরাষ্ট্র বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের পদ ছাড়লেন মোট ১২ জন।

গতকাল মঙ্গলবার (২ জুলাই) এক যৌথ বিবৃতি প্রকাশ করেন পদত্যাগকারী কর্মকর্তারা। যৌথ বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শিক্ষা বিভাগের সাবেক কর্মকর্তা তারিক হাবাস। গাজায় হামলা নিয়ে মার্কিন অবস্থান এবং ইসরায়েলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ নিয়ে হতাশা জানান তারা।

বিবৃতিতে বলা হয়, গাজায় হত্যাকাণ্ড এবং মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় যুক্তরাষ্ট্র এড়াতে পারে না। সংবিধান সুরক্ষার শপথ নিয়ে দেশটির পররাষ্ট্র, সিভিল সার্ভিস, সেনাবাহিনী বা রাজনীতি সব বিভাগেই কাজ করা হয়। আর সেই শপথ রক্ষার জন্যই পদত্যাগের এ সিদ্ধান্ত।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply