ঝিনাইদহে অবৈধ জাল বিক্রির দায়ে ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড

|

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল বাজারজাত, মজুদ ও বিক্রির দায়ে সলেমান শেখ নামে এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নজরুল ইসলাম নামে অপর এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।

বুধবার (৩ জুলাই) শৈলকুপা উপজেলার দুধ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদি ইসলাম।

উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অভিযানের সময় দুটি দোকানে অবৈধ জাল মজুদ, বাজারজাত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।

ইউএনও মেহেদি ইসলাম বলেন, বারবার নদ-নদী এবং বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েও অবৈধ জাল বিক্রি বা ব্যবহার কমানো যাচ্ছে না। এই অভিযানে দুইজন ব্যবসায়ীকে কারাদণ্ড-জরিমানা করা হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply