মার্কিন বিমান সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউইয়র্কে জরুরি অবতরণ করেছে। এ ৩৩০ বিমানের ওই ফ্লাইটে মোট যাত্রী ছিলো ২৭৭ জন। বিমানটি মঙ্গলবার (২ জুলাই) রাত ১১ টার কিছু আগে ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পরবর্তীতে সেটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। খবর, নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনে বলা হয়, নষ্ট খাবার পরিবেশন করার সময় বিমানটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণে একটি ফরাসি দ্বীপপুঞ্জ সেন্ট পিয়ের এবং মিকেলনের উপরে ছিল। এ সময় এর পাইলট মেডিকেল বিশেষজ্ঞের সঙ্গে খাবার নিয়ে আলোচনার পরই বিমানটি জরুরি অবতরণ করান। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ কীভাবে নষ্ট খাবার সনাক্ত করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ।
নিউইয়র্ক ফায়ার বিভাগ জানিয়েছে, বিমানটি গত ৩ জুলাই জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের মধ্যে ১২ জন অসুস্থ হলেও তারা চিকিৎসা সেবা নেয়ার প্রয়োজন অনুভব করেনি।
উল্লেখ্য, এ ঘটনায় সেই এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। সেইসাথে ঘটনাটি তদন্তের কথাও জানিয়েছে তারা।
/এমএইচআর
Leave a reply