গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) কয়েকজন ফিলিস্তিনপন্থী কালো রঙের ব্যানার নিয়ে পার্লামেন্ট ভবনের ছাদে উঠে পড়ে। এরপর সেগুলো ঝুলিয়ে দেন।
এসময়, ফিলিস্তিনিদের ওপর তেলআবিবের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। এ ঘটনায় ‘নিরাপত্তা লঙ্ঘিত’ হওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। খবর রয়টার্স ও আল জাজিরার।
কর্তৃপক্ষ জানিয়েছে, কালো পোশাক পরে তারা অন্তত এক ঘণ্টা ভবনের ছাদে অবস্থান করেছিল। মেগাফোন ব্যবহার করে বক্তব্য দিতেও দেখা গেছে।
এদিকে, গাজা ইস্যুতে আফগান বংশোদ্ভূত অস্ট্রেলিয় সিনেটর ফাতিমা পেইমানের পদত্যাগ নিয়ে চলছে তোলপাড়। এরমধ্যেই পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভের ঘটনা ঘটলো।
/এনকে
Leave a reply