কাঁচা মরিচের আমদানি বাড়লেও বাজারে প্রভাব নেই

|

ভারত থেকে কাঁচা মরিচের আমদানি বাড়লেও রাজধানীর বাজারে তেমন প্রভাব পড়েনি। বেশ কিছুদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে মরিচ। দোকানীরা বলছেন, বন্যা ও অতিবৃষ্টির কারণে ফলনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, রাজধানীর বেশিরভাগ খুচরা দোকানি চড়া দাম ধরে রাখার চেষ্টা করছেন। মান ভেদে, খুচরা দোকানে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা দরে। আর পাইকারী বাজারে দাম উঠেছে ১৮০ থেকে ২২০ টাকা।

ক্রেতাদের অভিযোগ, খুচরা পর্যায়ে নেই তদারিক। এ জন্য পাইকারিতে দাম কমার পুরোপুরি সুফল মিলছে না। পাইকাররা জানিয়েছেন, বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply