কোটা সংস্কারের দাবিতে মানববন্ধন বুয়েট শিক্ষার্থীদের

|

কোটা প্রথা সংশোধনের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে প্রথমবারের মতো সরব হলো বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ জুলাই) ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে একটি মানববন্ধন করেছে তারা।

এ সময় বৈষম্য বিরোধী নানা ফেস্টুন ও ব্যনার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয় বুয়েট শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ থেকে ব্যানার নিয়ে তাতে যোগ দিতে থাকে আন্দোলনের পক্ষে আরও শিক্ষার্থী। পরে চলমান আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে, সুযোগের সমতা নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোটা ইস্যুতে হাইকোর্টের রায় নিয়ে গত কয়েকদিনের চলমান আন্দোলনে নীরব ছিলো বুয়েট শিক্ষার্থীরা। এই ঘোষণার মাধ্যমের তারা আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করলো তারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply