ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে স্পেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরো এবং ২০১০ সালের ওয়ার্ল্ড কাপ।
বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে আজ কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
যদি মেসি-স্কালোনির আর্জেন্টিনা ‘কোপা আমেরিকা ২০২৪’ শিরোপা জিতে, তাহলে স্পেনের সেই রেকর্ডে ভাগ বসাতে চলেছে আর্জেন্টিনা। কারণ- ২০২১ সালের কোপা আমেরিকা জিতেছিল আলবিসেলেস্তেরা। এরপর ২০২২ সালের কাতার ওয়ার্ল্ড কাপ উঁচিয়ে ধরে মেসি ও তার দল। এখন শুধু অপেক্ষা ‘কোপা আমেরিকা ২০২৪’ শিরোপার।
উল্লেখ্য, আগামীকাল স্থানীয় সময় সকাল ৬টায় ‘কোপা আমেরিকা ২০২৪’ আসরের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে উরুগুয়ে ও কলম্বিয়া। সেখান থেকে যেই দল জিতবে, তাদের সাথেই ফাইনাল খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
/এআই
Leave a reply