ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাঁয়তারা

|

ফাইল ছবি।

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। মূল্য সমন্বয়ে ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল উৎপাদক সমিতি। দাম বৃদ্ধির ক্ষেত্রে সামনে আনা হয়েছে ৩টি যুক্তি। যার মধ্যে রয়েছে মূল্যবৃদ্ধির ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বিশ্ববাজার, ব্যাংক সুদহার বৃদ্ধি এবং নতুন করে ডলারের মূল্য নির্ধারণের বিষয়।

এ অবস্থায় ভোক্তাদের মত, এমনিতেই তেলের দাম নাগালের বাইরে। তার ওপর আরেক দফা মূল্যবৃদ্ধি চাপ বাড়াবে। আর ট্যারিফ কমিশন বিশ্ববাজার ও স্থানীয়— সবদিক আমলে নিয়ে দাম বিশ্লেষণ করছে। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বাণিজ্য মন্ত্রনালয়।

দাম বৃদ্ধির পাঁয়তারা নিয়ে ক্রেতারা বলছেন, এমনিতে আয় বাড়ছে না। কিন্তু নানা অজুহাতে পণ্যের মূল্যবৃদ্ধি আরও কঠিন করছে জীবনযাপন। বিক্রেতাদের অভিযোগ, এরই মধ্যে বাজারে কমিয়ে দেয়া হয়েছে তেলের যোগান।

উল্লেখ্য, সবশেষ গত ১৮ এপ্রিল ৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৬৭ টাকা। আর খোলা সয়াবিন তেল ২ টাকা কমিয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ হয় ১৪৭ টাকা। কিন্তু রাজধানীতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে তেল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply