‘প্রধানমন্ত্রী সকল জনগণের দায়িত্ব নেন না, তাই আবার কোটা প্রথা চালু হয়েছে’

|

বর্তমান সরকারপ্রধান দেশের সকল জনগণের দায়িত্ব নেন না। যার ফলে বন্ধ করা কোটা প্রথা আবার চালু করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (১০ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘দেশবিরোধী চুক্তি ও বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকি শীর্ষক’ এ মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, কাঁচা-মরিচসহ দেশে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, কিন্তু ছাত্রসমাজ এখন শুধু কোটা নিয়ে আন্দোলন করছে। অথচ দেশের সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের আন্দোলন করার কথা ছিল।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাতীয় স্বার্থের চেয়ে নিজেদের বিষয়ে নিয়ে সজাগ এখনকার ছাত্রসমাজ। দেশ ও জাতির মুক্তির জন্য ছাত্রসমাজকে ভূমিকা রাখতে এতে আহ্বান জানান বক্তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply