অভিষেকেই ৭ উইকেট, রেকর্ডবুকে অ্যাটকিনসন

|

লর্ডসের গ্যালারিতে আজ দর্শকরা এসেছিলো জেমস অ্যান্ডারসনের শেষের শুরুটা দেখতে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক। প্রথম ইনিংসে এরপরের গল্পটা শুধুই অ্যাটকিনসনের। বুধবার (১০ জুলাই) ১২ ওভার বোলিং করে ৪৫ রানে ৭ উইকেট শিকার করেন নবীন এ বোলার। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১২১ রানে। ইংলিশদের হয়ে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এটি।

১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৪৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডমিনিক কর্ক। মাত্র ২ রান বেশি দেয়ার এই চার্টের শীর্ষে পৌঁছাতে পারলেন না অভিষিক্ত এ ইংলিশ বোলার।

ম্যাচের একাদশ ওভারে, ব্র্যাথওয়েটকে বোল্ড করে ক্যারিবিয়ান শিবিরে আঘাত করা শুরু করেন অ্যাটকিনসন। নিজের প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে ২ রানে ২ উইকেট নিজের ঝুলিতে পুরে নেন তিনি। বিরতির পর আবারও অ্যাটকিনসর ঝড়। একে একে বিদায় করেন আলিক আথানেজ, জেসন হোল্ডার ও জশুয়া দা সিলভাকে।

ইনিংসের ৩৯ তম ওভারে বোলিংয়ে এসে আবারও জোড়া আঘাত হানেন তিনি। এবার বিদায় করেন আলজারি জোসেফ ও শামার জোসেফকে।

উল্লেখ্য, লর্ডসে টেস্ট অভিষেকে ৭ বা এর বেশি উইকেট নেওয়া চতুর্থ বোলার অ্যাটকিনসন। তার দুর্দান্ত বোলিংয়ে শেষ ৭ উইকেটে মাত্র ৩৩ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় সফরকারীরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply