বৃষ্টিতে প্লাবিত কক্সবাজার, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

|

কক্সবাজারে ভারী বৃষ্টিতে এখনও বিভিন্নস্থানে জলাবদ্ধতা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি এবং পাহাড়ধসের ঘটনা ঘটে।

পৌরসভার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ১, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার। এছাড়া চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম এখনও জলমগ্ন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে শিশুসহ চারজনের মৃত্যু হয়। এর আগে, গত ২১ জুন শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে এক দম্পতির মৃত্যু হয়। এরপরও বন্ধ হয়নি পাহাড় কাটা ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply