‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করে সেখানেই বিমান হামলা ইসরায়েলি বাহিনীর, নিহত ২০

|

ফিলিস্তিনের গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেয়ার আহ্বান জানিয়েছিলো ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এই এলাকাটিকে একটি ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা-ও দিয়েছিলো ইসরায়েলি সেনারা। তবে, সেই প্রতিশ্রুতি উপেক্ষা করে ভয়াবহ এই আক্রমণ চালায় তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমান হামলায় ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি খতিয়ে দেখছে।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন যে হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছিল একটি ‘ভূমিকম্প’ আঘাত হেনেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply