কোপা ফাইনালের দিন কলম্বিয়ায় সরকারি ছুটি ঘোষণা

|

প্রায় দুই যুগ আগে কোপা আমেরিকায় নিজেদের একমাত্র শিরোপা জিতেছিলো কলম্বিয়া। স্বাগতিক হিসেবে ২০০১ কোপা আমেরিকার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলে তারা। এরপর আর এই প্রাচীন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারেনি কলম্বিয়া। তবে এবার তারা ফাইনাল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর এ উপলক্ষে কোপার ফাইনালের দিন দেশব্যাপী সরকারি ছুটির ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো।

আগামী সোমবার (১৫ জুলাই) ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষ মাঠে নামবে কলম্বিয়া। দেশটির ফুটবল দল সেদিন শিরোপা জিতে আনন্দের ষোলোকলা পূর্ণ করার উপলক্ষ এনে দেবে দেশের সবাইকে, এমনটাই মনে করেন দেশটির প্রেসিডেন্ট। সম্প্রতি জাতিসংঘের এক শান্তি মিশনে নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেখানে সংবাদ সম্মেলনেই এ ঘোষণা দেন তিনি।

প্রেসিডেন্ট পেট্রো বলেন, কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা ফাইনালের দিনে নাগরিক ছুটি উদযাপন করব। যেটাকে আমরা কলম্বিয়ার ঐক্য দিবস হিসাবে কল্পনা করব। সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে সেদিন তাদের কর্মীদের বাড়িতে থাকতে, পান করতে, নাচতে, আনন্দ করতে, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে উদযাপন করতে দেওয়া উচিত এবং আমাদের বিশ্বাস করা উচিত যে ঐক্য সম্ভব।

উল্লেখ্য, কলম্বিয়ায় এই ফুটবল উৎসবের মৌসুমে আলাদা করে নজর কেড়েছেন রাজধানী বোগোটার পশ্চিমে সান্টা ক্লারা কনভেন্টের কিছু নান। কোপা আমেরিকা শুরুর পর থেকে নিজেদের মধ্যে নিয়মিত ফুটবলে মাতেন ক্লারিসা সিস্টারস। ধর্মের পথে নিজেদের উৎসর্গ করা সিস্টারদের ফুটবলের প্রতি এই ভালোবাসা আলোড়ন তুলেছে সামাজিক মাধ্যমেও। কলম্বিয়ার পতাকার আদলে বানানো স্কার্ফ পরে জাতীয় দলের উদ্দ্যেশে বিশেষ প্রার্থনা তাদের।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply