ইউরো ফাইনাল: প্রথমার্ধে গোলশূন্য ড্র স্পেন-ইংল্যান্ডের

|

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন-ইংল্যান্ড। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নামে দুদল। খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই।

ম্যাচের প্রথম থেকেই সাবধানী ভঙ্গিতে খেলতে থাকে ইংল্যান্ড। অপরদিকে স্পেন তার স্বভাবসুলভ পাসিং পজিশনে বল ধরে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। ম্যাচের ২৫ মিনিটেই হলুদ কার্ড পান ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ঠিক ৬ মিনিট বাদে হলুদ কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার ডানি অমলোও। অপরদিকে একাধিক আক্রমণের চেষ্টা চালায় কেইন, বেলিংহাম ও ফোডেনরা। তবে কোনো আক্রমণই গোলরক্ষক সিমনকে পরাভূত করার কঠিন উপলক্ষ তোইরি করতে পারেনি।

স্পেনের শট বারপোস্টে লেগে ফিরে আসে একবার। উইলিয়ামস, ইয়ামালরা আক্রমণে গেলেও সেগুলো ইংলিশ রক্ষণভাগ ভেস্তে দেয়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply