ইউরো ফাইনাল: উইলিয়ামসের গোলে লিড নিয়েছে স্পেন

|

ইউরোর মেগা ফাইনালে নিকো উইলিয়ামসের গোলে ১-০ তে এগিয়ে স্পেন। সোমবার (১৫ জুলাই) ইউরোপ সেরার লড়াইয়ে বার্লিনের মুখোমুখি হয়েছে স্পেন-ইংল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধের ৪৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ইউরোর ফাইনাল।

ম্যাচের ২৮তম মিনিটে ফ্যাবিও রুইজ গোলপোস্ট বরাবর শট করলেও গতি না থাকায় সেযাত্রায় সাফল্য পায়নি স্পেন। যোগ করা সময়ে ইংল্যান্ডের ফিল ফোডেন শট করলেও তা সহজেই তালুবন্দী করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বাকি সময়ে আরও বেশি কিছু আক্রমণ করলেও খালি হাতেই বিরতিতে যেতে হয় দুদলকে। তবে, বিরতি থেকে ফিরেই লিড নেয় স্পেন। লামিন ইয়ামালের ক্রস থেকে বাঁ-প্রান্ত দিয়ে দারুন ফিনিশিং করেন নিকো উইলিয়ামস।

উল্লেখ্য, দুই দলের এমন রক্ষণাত্মক খেলার কারণে একমাত্র গোল ছাড়া অলস সময় পার করেছেন দুদলের গোলরক্ষকরা। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটে অন টার্গেট শট ছিল মোট ২টি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply