স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা, আধঘণ্টা পিছিয়ে গেলো কোপার ফাইনাল

|

আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। খেলা শুরুর অনেক আগেই মায়ামির হার্ড রক স্টেডিয়ামের পাশে জড়ো হতে থাকে ভক্ত-সমর্থকরা। এরপর সেখানেই বাধে বিপত্তি। এতে খেলা পিছিয়ে দেয়া হয়েছে আধঘণ্টা। খবর, দ্য নিউ ইয়র্ক টাইমস।

খেলা শুরু হবার অন্তত কয়েক ঘণ্টা আগে খুলে দেয়া হয় স্টেডিয়ামের গেট। সেখানে দেখা যায় অসংখ্য কলম্বিয়ান সমর্থক বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে। এর ফলে সেখানে হট্টগোল বাধে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় জটিল পরিস্থিতির। এক পর্যায়ে পুলিশ এসে গ্যালারিতে প্রবেশ করার গেটগুলো বন্ধ করে দেয়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় রাত ৮টায় খেলা শুরু হবার কথা থাকলেও সেটি ৩০ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে। তবে স্টেডিয়ামের অভ্যন্তরে তেমন কিছু ঘটেনি। দু’দলের খেলোয়াড়রা ওয়ার্ম আপে ব্যস্ত রয়েছে।

উল্লেখ্য, ফাইনালের বিগ ম্যাচে বাড়তি নিরাপত্তাকর্মীদের আনা হয়েছে মূলত কলম্বিয়ার এমন উগ্র সমর্থকদের কথা মাথায় রেখে। এর আগে উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনালেও ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়েন কলম্বিয়ান সমর্থকরা। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা প্রতিপক্ষ উরুগুয়ে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের প্রতি বিদ্রুপমূলক আচরণ করছিলেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply