গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে ফের সংলাপে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। বেলা ১১টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ১১ সদস্য দ্বিতীয় দফার সংলাপে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা আবারও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন নেতারা। দাবি না মানা হলে কঠোর কর্মসূচিও দেয়ার কথা জানিয়েছেন তারা।
এছাড়া গতকাল ঐক্যফ্রন্টের সমাবেশে ড. কামাল হোসেনসহ শীর্ষ নেতারা ৭ দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে তফসিল ঘোষণার সময়সীমা পেছানোর কথাও বলেন তারা। আর সরকার দাবি না মানলে, রোডমার্চ করবে বলে জানানো হয়েছে।
১ নভেম্বর সংলাপে ঐক্যফ্রন্টের ২০ নেতা এবং আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন নেতা উপস্থিত ছিলেন। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার সেই সংলাপে আশানুরূপ ফলাফল আসেনি।
এরপর ২ নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় যুক্তফ্রন্ট, ৪ নভেম্বর ক্ষমতাসীন ১৪ দলীয় জোট, ৫ নভেম্বর হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোট, ৬ নভেম্বর দুপুরে ইসলামী ঐক্যজোটসহ ধর্মীয় অন্যান্য দল এবং বিকালে বাম গণতান্ত্রিক জোট সংলাপ করে।
Leave a reply