ড. ইউনূসের অর্থ পাচার মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পেছালো

|

গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে। আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ দিন ধার্য করেন। সাক্ষ্যগ্রহণের জন্য ড. ইউনূসসহ ১৪ জন আদালতে হাজির হন। মামলার বাদীও সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত ছিলেন।

এরপর অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় থাকায় সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। দুদকের আইনজীবী সাক্ষ্যগ্রহণের জন্য যুক্তি দেন। শুনানি শেষে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হয়।

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০ মে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply