কোটা আন্দোলনকে যৌক্তিক দাবি করে এ ইস্যুতে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৫ জুলাই) সকালে কারাবন্দি যুবদল নেতা খন্দকার আনামের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী অভিযোগ করেন, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে, তাদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ সরকার প্রধানের সংবিধান লঙ্ঘনের শামিল। দেশের সব আইন আদালত প্রধানমন্ত্রীর আঁচলে বন্দি বলেও মন্তব্য করে তিনি।
বিএনপির এই নেতা বলেন, আদালতকে দিয়ে ইচ্ছাপূরণের কাজ করে যাচ্ছে সরকার। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বলেন, যতদিন পর্যন্ত খালেদা জিয়া মুক্ত না হবেন, দেশে গণতন্ত্র ফিরে না আসবে, ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
আশাহত না হয়ে সবাইকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরবে ছাত্রজনতা।
/এনকে
Leave a reply