গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৮০জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গত ৭ অক্টোবরের পর থেকে এ নিয়ে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার ৬৬৪ জন। স্থানীয় সময় সোমবার (১৬ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘হামলায় আরও ৮৯ হাজার ৯৭ জন আহত হয়েছে। এছাড়াও অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ- উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’
এদিকে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতদের সাহায্য করার চেষ্টা করা ফিলিস্তিনিদের টার্গেট করে ওপর থেকে গুলি করার জন্য বিশেষ এক ধরনের ড্রোন ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী।
গাজায় মানবহীন ইসরায়েলি যান ব্যবহার করার সর্বশেষ উদাহরণ এটি। এই ড্রোনের নাম ‘কোয়াডকপ্টার’। মিনি হেলিকপ্টারের মতো দেখতে হলেও যেকোন মুহুর্তে এক বা একাধিক টার্গেটকে গুলি করে হত্যা করতে সক্ষম এই ড্রোন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরো মেড হিউম্যান রাইটস মনিটর সতর্ক করেছিল যে ইসরায়েল ক্রমবর্ধমানভাবে কোয়াডকপ্টার ব্যবহার করছে। গাজায় ফিলিস্তিনিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য “মেশিনগান ও মিসাইল লাগানো ছোট ঘাতক ড্রোন” হিসাবে বর্ণনা করা হয়েছে এই কোয়াডকপ্টারটিকে।
/এআই
Leave a reply