আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কোটা আন্দোলন

|

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা। সোমবার বিকেলে কোটা আন্দোলনে বিক্ষোভের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে জড়ান ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। এ ঘটনা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

গতকাল যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের হেড লাইন দিয়েছে ‘ বাংলাদেশে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত শতাধিক।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কট পর, জানুয়ারিতে জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছেন।

এদিকে, কোটা আন্দোলন নিয়ে তুরস্কের জনপ্রিয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি-ও ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ে প্রতিবেদনে প্রকাশ করে। হেড লাইন করেছে ‘সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে বাংলাদেশে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন’

প্রতিবেদনে বলা হয়, কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হলে সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হেড লাইন করেছে ‘বাংলাদেশে সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে শিক্ষার্থীরা, আহত অন্তত ১০০।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বক্তব্য, কোটা পদ্ধতি সরকারের সমর্থক গোষ্ঠীর ছেলেমেয়েদের উপকার করে, সাধারণের নয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply