৮ তারিখেই তফসিল ঘোষণা চায় সম্মিলিত জাতীয় জোট

|

৮ তারিখেই তফসিল ঘোষণা চায় এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। আজ বুধবার কমিশনের কাছে এ সংক্রান্ত ৮টি দাবি উপস্থাপন করা হয়েছে জোটের পক্ষ থেকে।

সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে শেষ সাংবাদিকদের কাছে একথা জানান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে এইচ এম এরশাদের নেতৃত্বে ১৯ জনের প্রতিনিধি দল কমিশনের সাথে সাক্ষাৎ করে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করার জন্য কমিশনকে অনুরোধ করা হয় বৈঠকে। ইভিএমকে বিশ্বাসযোগ্য করতে এখনো সময় নেয়া উচিত বলেও জানান তিনি।

এদিকে বিকাল চারটায় আওয়ামী লীগের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের ইসির সঙ্গে সংলাপের কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply