ছাত্রলীগের কর্মীদের ওপর প্রথমে হামলা করা হয়েছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, আত্মরক্ষার জন্যই ছাত্রলীগের কর্মীরা পরবর্তীতে পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননার বক্তব্যের’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যতদিন আন্দোলন করছিল, নিয়মতান্ত্রিকভাবেই করছিল। কেউ বাধা দেয়নি। কিন্তু, যখন বিএনপি-শিবির এই সুযোগে তাণ্ডব শুরু করে তখন স্বাধীনতার স্বপক্ষরা আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে।
সরকার রক্তপাত চায় না জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনকে রাজনৈতিকভাবে নিয়েছে। স্বাধীনতাবিরোধী এবং তাদের প্রভু যুক্তরাষ্ট্রের হাতে কোটা আন্দোলন চলে গেছে, সাধারণ শিক্ষার্থীদের হাতে এটি আর নেই বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
/এমএইচ
Leave a reply