ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ সাতজন রিমান্ডে 

|

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। অস্ত্র ও বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার (১৭ জুলাই) পুলিশের আবেদনে সাড়া দিয়ে এ আদেশ দেয়া হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ককটেল, পেট্রোল, লাঠি ও দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় রাজধানীসহ বিভিন্ন স্থানে ৬ জন নিহত হওয়ার রাতেই বিএনপি কার্যালয়ে এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, অভিযানে শতাধিক ককটেল, ৫-৬ বোতল পেট্রোল, ৫ শ’র বেশি লাঠি ও দেশি-বিদেশি অস্ত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, কোটাবিরোধী আন্দোলনকে টার্গেট করে একটি গ্রুপ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণসহ পুরো শহরে অরাজকতা তৈরি করছে। সরকার উৎখাত করতেই কোটা আন্দোলনে তারা ঢুকে পড়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply