বিচার বিভাগীয় কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত

|

কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই ৬ জন নিহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টায় হাইকোর্টের অডিটরিয়ামে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকাল সাড়ে ৩টায়।

গত ১৬ জুলাই সংঘর্ষের ঘটনাগুলোর বিষয়ে জানতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জনগণের কাছে তথ্য চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত কমিটি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনে যাবে এই কমিটি।

বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরা আজ প্রথম মিটিং করেছি। আমরা দেশের সাধারণ মানুষের কাছে, যাদের কাছে এ সংক্রান্ত তথ্যাদি রয়েছে, সেগুলো আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান করব।

বৈঠকে উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দীলিরুজ্জামান, মন্ত্রী পরিষদ সচিব মাহমুদুল হোসেন খান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহিদা পারভীন, মন্ত্রী পরিষদের উপসচিব তানভীর আহমেদ, হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। এর মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।

এরপর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার এক সদস্যের এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply