টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক আসালাঙ্কা

|

টি-টোয়েন্টি সংস্করণে লঙ্কান দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন চারিথ আসালাঙ্কা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু করবেন এই ব্যাটার।

আসালাঙ্কা অবশ্য এর আগেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন। এ বছরের শুরুতে লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা নিষিদ্ধ থাকার সময় বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলেরও অধিনায়ক ছিলেন আসালাঙ্কা। সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসকে শিরোপাও জিতিয়েছেন তিনি।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ফরম্যাটটিতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছাড়েন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র ৬ মাসের দায়িত্ব পালন শেষেই অধিনায়কত্ব ছাড়েন তিনি। তার জায়গায় লঙ্কানদের নেতৃত্বে নতুন করে অধিনায়কত্ব দেয়া হয় চারিথ আসালাঙ্কাকে। সিরিজে লঙ্কানদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। চমক দিয়ে দীর্ঘ দুই বছর পর লঙ্কানদের টি-টোয়েন্টি দলে ফিরেছেন দিনেশ চান্দিমাল। তবে আসন্ন সিরিজের দলে জায়গা পাননি আরেক অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ।

উল্লেখ্য, আগামী শনিবার ক্যান্ডির পাল্লেকেলেতে ভারতের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, চামিন্দু বিক্রমাসিংহে, মাতিশা পাথিরানা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply