বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আলাদা করে ভাবতে হবে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। তাড়াহুড়ো করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আবারও অরাজক পরিস্থিতি তৈরি হোক- তা সরকার চায় না।
এদিকে, আগামী সপ্তাহের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হবে কি না জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।
/আরএইচ
Leave a reply