শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

|

যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা শাফিন আহমেদ। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী। শাফিন আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান তিনি।

জানা গেছে, শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত তিনদিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ে ৬টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

এর আগে, গত ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শো’য়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার।

শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে– ‘চাঁদ তারা সূর্য’, ‘আর কতকাল’, ‘পাহাড়ি মেয়ে’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।

জনপ্রিয় এই সংগীতশিল্পীর জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্তের পরিবারে জন্ম নেয়ার ফলে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল।

এরপর বড়ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন ‘মাইলস’। যা এখনও দেশের শীর্ষ ব্যান্ডের একটি। এই ব্যান্ডে শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হওয়া বহু গান তুমুল জনপ্রিয়। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন।

/এএম  


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply