আগস্টে মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

|

আগামী মাসে মালয়েশিয়ার সাথে জয়েন্ট ওয়ার্কিং কমিঠির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে দেশটির বিদায়ী হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার খোলার বিষয়ে মালয়েশিয়াকে চিঠি দেয়া হয়েছে। এ সময় আগামী মাসে হতে যাওয়া বৈঠকে বিষয়টি সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত ৩১ মে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। ফলে সব প্রস্তুতি শেষ করেও প্রায় ১৭ হাজার কর্মী দেশটিতে যেতে পারেনি। পরে এজেন্সীগুলোকে এসব কর্মীদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। তবে এখনও পর্যন্ত কতজন কর্মী ক্ষতিপূরণ পেয়েছে, এর কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে।

এদিকে, কোটার বাতিলের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব-আমিরাত ও সৌদি আরবে শাস্তির মুখে পড়েছে প্রবাসী কর্মীরা। শাস্তি পাওয়া এসব তবে এদের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণায়ের কিছুই করার নেই বলেও জানান প্রতিমন্ত্রী।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply