ফ্রান্সে রেলওয়ে নেটওয়ার্কে সহিংস হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ লাখ ভ্রমণকারী বিপাকে পড়েছেন। ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান এসএনসিএফ-এর বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হামলার সময় ঘটেছে অগ্নিসংযোগের ঘটনায়ও। অলিম্পিকের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক কয়েক ঘণ্টা আগে এই সহিংসতার ঘটনা ঘটলো। এসএনসিএফ বলেছে, ‘ভয়াবহ এই আক্রমণ আমাদের টিভিজি নেটওয়ার্ককে পঙ্গু করে দিয়েছে।’ সংস্থাটি জানিয়েছে, এই হামলার ফলে অনেকগুলো রুটে ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে।
এসএনসিএফ-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, মূল লাইনের বাইরে অন্যান্য লাইনে ট্রেনগুলো স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে। তারপরও বিপুলসংখ্যক ট্রেনের যাত্রা বাতিল করতে হবে।
/এআই
Leave a reply