প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতলো চীন

|

লন্ডনের পর দ্বিতীয় শহর হিসেবে অলিম্পিকের হ্যাটট্রিক আয়োজক শহরের তকমা এখন প্যারিসের। সবশেষ এখানে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসেছিল ১৯২৪ সালে। শতবছর পর আয়োজিত প্যারিস অলিম্পিকের এবারের আসরের প্রথম স্বর্ণ উঠলো চীনের হাতে। শনিবার (২৭ জুলাই) ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে দেশটি।

শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে ১৬-১২ পয়েন্ট ব্যবধানে জিতে দক্ষিণ কোরিয়াকে হারায় চীনের জুটি লিহাও শেং-টিং উ হুয়াং জুটি। রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দক্ষিণ কোরিয়ার কিউম জিইউন-পার্ক হাইউন জুটিকে।

অবশ্য চীন ও দক্ষিণ কোরিয়ার আগেই প্রথম পদক জয়ের তালিকায় নাম লেখায় কাজাখস্তান। স্বর্ণপদক জয়ের আগে জার্মানি ও কাজাখস্তানের মধ্যে হয় একই ইভেন্টের ব্রোঞ্জের লড়াই। সেখানে ১৭-৫ ব্যবধানে সহজেই জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয় কাজাখস্তান, যা এবারের আসরের প্রথম পদক জয়। তাছাড়া ১৯৯৬ সালের পর অলিম্পঙ্কে এই প্রথম শুটিং থেকে পদক পেল মধ্য এশিয়ার দেশটি।

উল্লেখ্য, এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকের পর্দা নামবে আগামী ১১ আগষ্ট।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply