সাম্প্রতিক সহিংসতায় রাজধানীতে ২২৯ মামলা, গ্রেফতার ২ হাজার ৭৬৪: ডিএমপি

|

ফাইল ছবি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় রোববার (২৮ জুলাই) সকাল পর্যন্ত ২২৯ মামলায় মোট ২ হাজার ৭৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া থেকে জানানো হয়, অভিযানের ধারাবাহিকতায় রোববার সকাল পর্যন্ত ২২৯টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ২ হাজার ৭৬৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর মধ্যে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে মামলা দায়ের হয় ২২টি। আর এ সময়ের মধ্যে নতুন করে গ্রেফতার করা হয় ২২৮ জনকে।

এদিকে, গত শনিবার সকাল পর্যন্ত ২০৭ মামলায় মোট ২ হাজার ৫৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে শনিবার পর্যন্ত (২৪ ঘণ্টায়) নতুন করে ২৫২ জনকে গ্রেফতার দেখানো হয়।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply