স্বাধীনতাবিরোধী একটি চক্র ও তাদের দোসররা একত্র হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ রোববার (২৮ জুলাই) বিকেলে সংহিংসতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশের ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন শেষে একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নকে পিছিয়ে দিতে স্বাধীনতাবিরোধী চক্র যে অরাজকতা চালিয়েছে, জনগণের সহায়তায় তা প্রতিহত করা হয়েছে। এই চক্রটি এখনও সক্রিয় উল্লেখ করে জনগণকে সর্তক থাকার অনুরোধ করেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় বিভিন্ন যানবাহন ও স্থাপনা মিলিয়ে ১০ থেকে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সামগ্রিকভাবে এই ক্ষতির পরিমাণ আরও বেশি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। নিজ নিজ জায়গা থেকে এ সকল চক্রান্তকে আমরা যদি মোকাবেলা না করতে পারি, তাহলে এদেশের মানুষের আকাঙ্খা পূর্ণ হবে না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেগুলো বাধাগ্রস্ত হবে।
/এএম
Leave a reply