তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী নিকোলাস মাদুরো

|

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরো বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিল (সিএনই)। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের প্রধান এলভিস আমরোসো বলেছেন, ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো ৫১ দশমিক ২০ শতাংশ ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ক্ষমতাসীন নিকোলাস মাদুরো’র ঘনিষ্ঠ বন্ধু।

এর আগে, ২০১৩ সালে ভেনেজুয়েলার ক্ষমতায় আসেন মাদুরো। এবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নেমেছেন ৬১ বছর বয়সী এই বামপন্থী রাজনীতিক।

তবে ভেনেজুয়েলায় গতকাল প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply