রাশিয়ায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, ২ যাত্রীর মৃত্যু

|

রাশিয়ায় মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪০ যাত্রী। সোমবার (২৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ অঞ্চলে এই দুর্ঘটনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস। এ ঘটনার পরপরই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির আট বগি। যাতে আহত হন ট্রেনের শতাধিক যাত্রী। শঙ্কা রয়েছে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।

এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে অংশ নিয়েছে তিন শতাধিক উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে যোগ দিয়েছে হেলিকপ্টারও।

কাজান থেকে অ্যাডলার যাচ্ছিলো যাত্রীবাহী ঐ ট্রেনটি। মস্কো থেকে প্রায় ১২শ’ কিলোমিটার দূরে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। যাতে ভ্রমণ করছিলো ৮শ’রও বেশি যাত্রী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply