মৌসুম শুরুর আগেই দেখা যাবে ‘এল ক্ল্যাসিকো’

|

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচকে বলা হয় ‘এল ক্লাসিকো’। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব পর্যায়ে সবচেয়ে বড় দ্বৈরথ এই ম্যাচ। লা লিগায় প্রতি মৌসুমে অন্তত দুই এল ক্লাসিকোর দেখা মেলে। এর বাইরে বিভিন্ন কাপ টুর্নামেন্টেও দেখা হয়ে যায় রিয়াল-বার্সার।

তবে এবার মৌসুম শুরুর আগেই দেখা মিলবে এল ক্লাসিকোর। নতুন মৌসুম শুরুর আগে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। এর মধ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে।

প্রাক মৌসুমের অংশ হিসেবে তিন ম্যাচ খেলতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে হ্যানসি ফ্লিকের শিষ্যরা। আগামী রোববার (৪ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে নিউজার্সিতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার (৩০ জুলাই) ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। মাঝে রিয়ালের সঙ্গে ম্যাচের পর আগামী ৭ আগস্ট বাল্টিমোরে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদও। আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) এসি মিলানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। রোববার (৪ আগস্ট) বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর আগামী ৭ আগস্ট ইংলিশ ক্লাব চেলসির সঙ্গেও একটি ম্যাচ খেলার কথা স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply