ইসরায়েলে হিজবুল্লাহ হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

|

ইসরায়েলের গোলানের একটি ফুটবল মাঠে হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। গত সপ্তাহে দাম যতটা কমেছিল, গতকালের হামলার পর আবার বাড়লো দাম। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮১.৩৩ ডলারে উঠেছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দামও ৯ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৭৭.২৫ ডলারে উঠেছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১.৮ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৩.৭ শতাংশ কমেছিলো।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে পশ্চিমারা রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়। ব্যাহত হয় তেল সরবরাহ ও উৎপাদন। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply