কারফিউয়ের ১১ তম দিনে বিভাগীয় ও জেলা শহরগুলোতে বেড়েছে যান চলাচল। স্বাভাবিক হয়ে আসছে মানুষের জীবন। সড়ক-মহাসড়ক ফিরেছে পুরোনো রূপে। সরকারি-বেসরকারি সব ধরনের অফিস খোলা থাকায় রাস্তায় যাবাহনের চাপ বেশি। বাড়ছে যানজটও।
রংপুসহ বিভাগের আট জেলায় আজ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শিথিল থাকায় মহানগরসহ আশেপাশের এলাকায় লোকজনের চলাচল ও যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। সড়ক মহাসড়কগুলোতে দুরপাল্লা, আন্তঃজেলা ও উপজেলা রুটে বাস ছেড়েছে।গতকালের চেয়ে স্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড়ও বেড়েছে।
জয়পুরহাট, বরিশাল ও খুলনায় গতকালের মতোই ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল আছে। রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। খুলেছে ব্যবসাপ্রতিষ্ঠানও।
/এনকে
Leave a reply