ইংল্যান্ডের ‘নাচের প্রশিক্ষণ কেন্দ্রে’ ছুরি হামলায় নিহত ২ শিশু 

|

ইংল্যান্ডের সাউথপোর্টে ছুরিকাঘাতের ঘটনাস্থলে জরুরি পরিষেবা এবং পুলিশকে দেখা যাচ্ছে। ছবি: বিবিসি।

ইংল্যান্ডের উত্তরে সাউথপোর্ট শহরের নাচের প্রশিক্ষণ কেন্দ্রে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ২জন শিশু নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা এই হামলার দৃশ্যকে ‘হরর মুভি’ বা ভৌতিক সিনেমা হিসেবে উল্লেখ করেছেন। মারসিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক এবং হামলায় দুইজন প্রাপ্তবয়স্কের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ বলছে, হামলার ঘটনার খবর পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং একটি ছুরি জব্দ করা হয়েছে। এখন আর কোনো হুমকি নেই বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply