নাশকতার মামলায় সারা দেশে সোমবার পর্যন্ত ১২ দিনে ৯ হাজার ৬৫৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ঢাকা বিভাগে। বিভাগটিতে গ্রেফতার সাড়ে ৪ হাজার জন।
চট্টগ্রাম মেট্রোপলিটনে নতুন করে ২টি মামলা দায়ের হয়েছে। আর নতুন করে গ্রেফতার হয়েছে ৩৪ জন। রাজশাহী মহানগরীতে নতুন করে পুলিশ গ্রেফতার করেছে ১৫ জনকে। এ নিয়ে মোট ২৫৯ জনকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হলো।
রংপুরে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগের অভিযোগ ২২ মামলা চলমান। এসব মামলায় মঙ্গলবার (৩০ জুলাই) আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ১২ দিনে গ্রেফতার হলো ২৪৯ জন।
পুলিশ বলছে, চিহ্নিত অপরাধীদের ফুটেজ দেখে দেখে গ্রেফতার করা হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি কিংবা গ্রেফতার করা হচ্ছে না
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেন, চলমান সহিংসতায় অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। যারা এসব কাজে নেতৃত্ব দিয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ।
/এনকে
Leave a reply