আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি নিয়ে রিটের আদেশ আজ

|

শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আরও একদফা শুনানি আজ। একইসাথে আজ বুধবার (৩১ জুলাই) এ নিয়ে আজ আদেশও দিবেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস. এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ কথা জানান।

এ দিন, শুনানিতে সহিংসতা ও মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, এ ঘটনায় তারা লজ্জিত। এজলাসে, দু’পক্ষের আইনজীবীদের উত্তপ্ত বাক্য বিনিময়ে দফায়-দফায় হট্টগোল হয়।

এর আগে, সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মানজুর আল মতিন। রিটে- মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান’সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply