শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তি চেয়ে করা রিটের আদেশ আজ হচ্ছে না। বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় এ নিয়ে শুনানি বা আদেশ কোনোটিই আজ হবে না বলে জানানো হয়েছে।
এর আগে, সোমবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা ও মানজুর আল মতিন। রিটে- মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান’সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
মঙ্গলবার, এ নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস. এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ শুনানি হয়। এ দিন শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। এ দিন, শুনানিতে সহিংসতা ও মৃত্যুর জন্য দুঃখও প্রকাশ করেন হাইকোর্ট।
/এএস
Leave a reply